
শনিবার স্থানীয় সাংবাদিক ফজলে রাব্বি ফেসবুকে পোস্ট দিয়ে জানান, বাগাতিপাড়া উপজেলার বিহারকোল বাজারে ‘বাবর’ আলীর চায়ের দোকানে ৬টাকার দুধ চা মাত্র ৩টাকা করে বিক্রয় করছেন। শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত তিনি এ দামে চা বিক্রি করেন। বিষয়িট জানার পর বহু লোক হাফ দামে চা পান করতে আসেন তার দোকানে। তবে দুপুর ১ টার পর তিনি আর ৩ টাকায় চা বিক্রী করেননি।
এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষণিকের জন্য বিস্তর আলোচনা শুরু হয়।



