নাটোরে বেতনের টাকায় গ্রামবাসীকে ত্রাণ দিলেন গাড়িচালক

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম, নাটোর॥
নিজের এক মাসের বেতনের টাকায় দরিদ্র গ্রামবাসীর বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সহয়তা প্রদান করেছেন নাটোর জেলা মৎস্য কর্মকর্তার গাড়ী চালক ইব্রাহিম হোসেন।

বৃহস্পতিবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার গুনাইহাটি নিজ গ্রামে তিনি ওই ত্রাণ সহায়তা প্রদান করেন।

ত্রাণ হিসেবে তিনি চাল, আলু, লবনের প্যাকেট করে বিভিন্ন বাড়িতে পৌছে দেন। ত্রাণ পাওয়া গুনাইহাটি গ্রামের অটোচালক মিন্টু মিয়া, বাস চালক হায়দার আলী, আকবর বলেন, আমরা গাড়ী চালাই তাই সবাই মনে করে ধনী মানুষ। কিন্তু গাড়ী চালতে না পারায় কোন আয় ছিলনা ফলে প্রায় অনাহারে দিন কাটছিল । এই সহায়তা পেয়ে অন্তত কিছু দিন ভালমত চলতে পারবো। প্রায় একই কথা জানান দিন মজুর আনোয়ার আলী, রিক্সা চালক ইউনুস আলী এবং ক্ষুদ্র ব্যবসায়ী আনোয়ারা বেগম।

চালক ইব্রাহিম হোসেন বলেন, গ্রামের গরীব মানুষের কষ্ট আমাকে ব্যথিত করে। আবার আমাদের স্থাণীয় সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস ভিতিও বার্তায় সবার প্রতি আহ্বান জানিয়েছেন সাধ্যমত অসহায়দের সহায়তা করতে। তার আহ্বানে উদ্ভুদ্ধ হয়ে নিজের একমাসের বেতনের টাকায় আমি গ্রামবাসির মাঝে কিছু খাবার বিতরণ করেছি। এটা প্রচারণার কিছু নাই সকল বৃত্তবানরা এগিয়ে এলে সমাজের কোন মানুষ কষ্টে থাকবে না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *