
নাটোর জেলায় করোনা মোকাবিলায় সরকারী খাদ্য সহায়তার আওতায় এসেছে এক লাখ দুঃস্থ, অসচ্ছ্বল ও কর্মহীন পরিবার। গত এক মাসে জেলার ৭টি উপজেলায় ৮০৫ মেট্রিক টন চাল ও নগদ ৩৮ লাখ টাকা সহায়তা বিতরণ করেছে জেলা প্রশাসন। এর মধ্যে সরকারী ত্রাণ ও খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজির চাল অন্তর্ভুক্ত। সরকারী সিদ্ধান্ত সাপেক্ষে পর্যায়ক্রমে খাদ্য সহায়তার আওতায় আসবেন আরো মানুষ।
আজ শনিবার(১৮ই এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
আজ দুপুরে জেলা কালেক্টরেট স্কুল মাঠে স্থানীয় পত্রিকা হকার, দুঃস্থ নারী, কর্মহীন শ্রমিকসহ অর্ধশতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক আরও বলেন, সংকটকাল দীর্ঘায়িত হলে সরকার রেশনিং কার্যক্রম শুরু করতে পারে যাতে মানুষ জীবিকার জন্য বাইরে না বের হয়ে ঘরে অবস্থান করে।



