
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত হুশিয়ারী দিয়েছেন এমপি শিমুল।
শিমুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক আমার নাটোর জেলার হতদরিদ্র, অসহায়, দিনমজুর ও মধ্যবিত্ত মানুষের জন্য বরাদ্দকৃত চালসহ খাদ্য সামগ্রী যদি কোন জনপ্রতিনিধি, কোন নেতা, যত বড় শক্তিশালী ব্যক্তিই হোন না কেন- চাল আত্মসাৎ,অনিয়ম এবং ওএমএস এর চালসহ যে কোন চুরি ও অনিয়মের সঙ্গে জড়িত থাকে, তাদের কেহই ছাড় পাবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংসদ আরও বলেন, দায়িত্বরত যারা এ সকল কাজের সাথে জড়িত আছেন, তাদের সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।



