
সিংড়া থানার উপ-পরিদর্শক(এসআই) ইলিয়াস কবির জানান, গতকাল রোববার বিকেলে সুকাশ ইউনিয়নের দূর্গাপুর বাজারে নির্দেশ অমান্য করে চা বিক্রি করছিলেন দোকানী রাকিবুল। দোকান খোলা দেখে রাকিবুলকে চা বিক্রি বন্ধ করতে অনুরোধ করেন গ্রাম পুলিশ সাজেদুল ইসলাম। রাকিবুল দোকান বন্ধ না করে উল্টো তর্কে জড়ায়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে গ্রাম পুলিশের পিঠে গরম পানি ছুঁড়ে দেয়। ঘটনার পর দোকান বন্ধ করে পালিয়ে যায় রাকিবুল। আজ সকালে নিজ এলাকা থেকে তাকে অাটক করা হয়।



