মানবতার ফেরিওয়ালা সিংড়ার মেয়র ফেরদৌস

নাটোর অফিস॥
করোনা সংক্রমন ঠেকাতে জেলা প্রশাসন কাল বুধবার থেকে নাটোরে পৌরসভার সাথে সিংড়া পৌরসভাকেও ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষনা করেছে। ওই ঘোষনার পর পরই সিংড়া পৌর সভার মেয়র জান্নতুল ফেরদৌস লকডাউন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিজেই প্রচারনায় নেমে পড়েন। মঙ্গলবার সকালে মাইক নিয়ে নিজেই বেড়িয়ে পড়ে শহর এলাকায় প্রচারের উদ্দেশ্যে। নিজেই মাইকে প্রচার করেন লকডাউনে আরোপিত বিধি নিষেধ মানার জন্য পৌরবাসীদের আহ্বান জানান। স্থানীয় সাংসদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশনায় পৌরবাসিকে প্রয়োজনীয় পদক্ষেপ বিধিনিষেধগুলো অবহিত করতেই তিনি এই মাইকিং করে সকলকে তা মানার আহ্বান জানান।
এদিকে পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসকে বিশেষ লকডাউনের বিধিনিষেধ অবহিত করে ঝুঁকি নিয়ে নিজেই মাইকিং করায় অনেকেই তার এই উদ্দোগকে সাধুবাদ জানিয়ে তার সফলতা কামনা করেছেন। এনিয়ে সামাজিক গণমাধ্যমে তাকে নিয়ে মন্তব্য করে স্ট্যাটাসও দিয়েছেন। মিজান খান নামে একব্যক্তিসহ অনেকেই লিখেছেন আমাদের মেয়র জান্নতুল ফেরদৌস ভাই একজন মানবতার ফেরিওয়ালা। তারা মেয়রের সফলতা কামনা করা সহ তার দীর্ঘায়ু কামনা করেছেন।
মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, মানুষকে সচেতন করতেই তিনি নিজেই মাইক নিয়ে প্রচারনায় নামেন। করোনা সংক্রমন বৃদ্ধি রোধে পৌরবাসীদের তিনি লকডাউন সফল করার আহ্বান জানান। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ করে মাস্ক পড়ে চলাচলের অনুরোধ করেন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *