নাটোরে নিজের টাকায় দুঃস্থদের ৪৯ টন খাদ্য দিলেন এমপি শিমুল

নাটোর অফিস
নিজ অর্থায়নে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার দুঃস্থ, অসহায় ও দিনমজুর পরিবারগুলোকে ৪৯ টন খাদ্যসামগ্রী দিয়েছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।

আজ মঙ্গলবার(৩১শে মার্চ) দুপুরে দুই উপজেলার দুইটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে বিতরণের জন্য সংশ্লিষ্ট আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিকট এসব খাদ্যসামগ্রী হস্তান্তর করেন সাংসদ শিমুল।

সাংসদের একান্ত সচিব এস এম আকরামুল ইসলাম জানান, সাংসদ প্রদত্ত এ খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ৪০ টন চাল, ৪ টন ডাল, ৫ টন আলু, ৪ হাজার লিটার সয়াবিন তেল, ৫ হাজার পিস মাস্ক, ৪ হাজার পিস করে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান।

সাংসদ শফিকুল ইসলাম শিমুল আওয়ামী লীগ নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, ‘যাদের প্রকৃত অর্থে খাদ্য সহায়তা দরকার, খোঁজ নিয়ে তাদের বাড়ি বাড়ি খাবারগুলো পৌছে দেবেন। এই সংকটময় মুহূর্তে কোন অনিয়ম বা অভিযোগ যেন না আসে। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বিত্তবান ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়াবেন

প্রসঙ্গত, নাটোর জেলায় সাংসদ শিমুলের ব্যক্তিগত অর্থায়নের এ খাদ্য সহায়তাই এখন পর্যন্ত জেলায় অসহায় মানুষদের দেয়া সর্ববৃহৎ সহায়তা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *