
মানববন্ধন চলাকালে স্থানীয় পরিবহন শ্রমিক নেতা আকরামুজ্জামান রওনক, বেসরকারি এ্যাম্বুলেন্স চালক সমিতির সভাপতি শাহিনুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। মানববন্ধনে বেসরকারী এ্যাম্বুলেন্স চালক সহ পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ এবং জেলা কার ও মাইক্রেবাস চালকরা অংশ নেয়।
বসরকারি এ্যাম্বুলেন্স চালক সমিতির সভাপতি শাহিনুর রহমান অভিযোগ করে বলেন.রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার পর ওই রোগী মারা গেলে লাশ আনতে অথবা ওই রোগীকে পুনরায় ফেরত নিতে গেলে সেখানকার এম্বুলেন্স চালকরা ৭ থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবী করে। না দিলে মারপিট সহ নানা নির্যাতনের শিকার হতে হয়। ফলে তারা গত প্রায় এক সপ্ত ধরে নাটোর থেকে রাজশাহীতে কোন রোগী পরিবহন করছেননা।



