
নাটোরে সততা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে শহরের নিচাবাজার এলাকায় দ্বিতীয় শাখার উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এসময় নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, নাটোর পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকল, জেলা আওয়ামী-লীগের দপ্তর সম্পাদক দিলীপ দাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি এবং সততা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সত্ত্বাধিকারী আব্দুল আওয়াল রাজা।




