লালপুরে ৪০ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন!

প্রতিনিধি, লালপুর॥
নাটোরের লালপুরে উপজেলার ধুপইল হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে ধুপইল কালিমাতা মন্দির প্রাঙ্গনে ৪০ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও জুন মাসের ৫ তারিখ থেকে ধুপইল কালিমাতা মন্দির আঙ্গিনায় নাথ মন্দির প্রাঙ্গেনে ৮দিন ব্যাপী ৪০ প্রহরে এই মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন শুরু হয়েছে যা আগামী ১২ তারিখ রাতে শেষ হবে।
জানাগেছে, একই তিথিতে বিগত ৫০ বছর যাবত এই অনুষ্ঠান পালন করে আসছে ধুপইল হিন্দু সম্প্রদায়।
এতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো ভক্তবৃন্দ মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন শুনতে আসেন, এই মেলাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গনে খাবার ও খেলনার শত শত দোকন পাট বসেছে। সব মিলিয়ে মন্দির প্রাঙ্গনে এক মিলন মেলায় পরিনত হয়েছে। গত কাল (০৮জুন) রাত ১০টায় মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠান পরিদর্শন করেন স্থানীয় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া ) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, লালপুর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ পরিমল কুমার কুন্ডু, ধুপইল হিন্দু কল্যান পরিষদের সভাপতি বাবু চিত্তরঞ্জন কুন্ডু, সাধারণ সম্পাদক সত্ত কুমার কুন্ডু প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *