নাটোরে মডেল মসজিদ নির্মাণে উচ্ছেদ ৬২ দোকান

নাটোরঃ নাটোরের বাগাতিপাড়ায় জেলা পরিষদের জমি থেকে ৬২ দোকান ঘর উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার উপজেলার বিহারকোল বাজারে সড়কের পাশের এসব দোকানঘর উচ্ছেদ করা হয়।

বিহারকোল বাজার কমিটির সভাপতি তিতুমির হোসেন জানান, বাজারের উত্তরাংশে জেলা পরিষদের ৬ বিঘার কিছু বেশি জমি রয়েছে। ওই জমির কিছু অংশ লিজ নিয়ে ৪৭ টি দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন থেকে ব্যবসা পরিচালনা করে আসছেন স্থানীয়রা। এ বছর ওই জমির ৪৩ শতাংশ স্থানে উপজেলা মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। মসজিদ নির্মাণের কারণে লিজের ওই ৪৭ টি দোকানসহ সড়কের এক পাশের মোট ৬২ টি দোকানঘর বুলড্রোজার দিয়ে উচ্ছেদ করা হয়েছে। এ ব্যাপারে নাটোর জেলা প্রশাসক বরাবর গত ১৪ আগষ্ট পুনর্বাসনের জন্য দোকান মালিকরা আবেদন করলেও কোন ব্যবস্থা তারা পাননি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল বলেন, দখলমুক্ত এ জমির একটি অংশে মডেল মসজিদ নির্মাণ করা হবে। এর পাশাপাশি জেলা পরিষদ সেখানে বহুতল বিশিষ্ট মার্কেট নির্মাণ করতে চায়। ওই মার্কেটে ক্ষতিগ্রস্থ এসব দোকান মালিকদের অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *