
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রায় ৮ মাস আগে ঢাকায় গার্মেন্টস এ চাকুরী করার সুবাদে কুলসুমের সাথে মিটুলের পরিচয় হয়। পরিচয়ের পর দুজন বিয়ে করে। কিন্তু স্বামীর বাড়িতে ওঠানো নিয়ে তাদের দুজনার দাম্পত্য কলহ শুরু হয়। সম্প্রতি ঈদের ছুটিতে দুজন কুলসুমের বাড়িতে আসে। পরে স্ত্রীর দাবির মুখে ও গ্রাম্য শালিসে স্বামী মিটুল তার স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যায়।
কিন্তু ঈদের পর থেকে দুজনের মধ্য মনোমালিন্য চলছিল। এর জেরে বুধবার রাতে স্বামী মিটুল ঘুমিয়ে পড়লে স্ত্রী কুলসুম ধারালো ব্লেড দিয়ে মিটুনের লিঙ্গ কেটে দেয়।
সিংড়া থানার ডিউটি অফিসার এসআই পলাশ জানান, কুলসুমকে আটক করে জবানবন্দির জন্য নাটোর কোর্টে প্রেরন করা হয়।



