
বৃহস্পতিবার (২২ আগষ্ট) রাত সাড়ে ১১টায় শহরের বঙ্গজল এলাকায় নিজ বাড়ির সামনে মিন্টুর উপর এ হামলার ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন মিন্টু সাংবাদিকদের জানান, তিনি বৃহস্পতিবার বগুড়া থেকে নাটোর বাড়িতে আসেন। পরিবারের সদস্যদের সাথে দেখা করে ঢাকা যাওয়ার উদ্দেশ্য বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় বাসা থেকে বের হলে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে জিম্মি করে বাড়ির পাশে ট্রমা সেন্টারের সামনে নিয়ে যায়। সেখানে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় আমাকে বাঁচাতে এসে সুমন নামের এক যুবক মারপিটের শিকার করা হয়। দুর্বৃত্তরা মোটরসাইকেল ভাংচুর করে এবং নগদ টাকা, মোবাইল, চেক বই নিয়ে যায়।



