
মঙ্গলবার গভীর রাতে শেরপুরের ভবানীপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান জানান, ভবানীপুর বাজারের পাশে সেতুর ওপর দুই পক্ষের গোলাগুলি হচ্ছে এমন খবরে শেরপুর থানার টহল পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত সেখান থেকে সটকে পড়ে। এসময় সেখানে গুরুতর আহত দুই জনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।



