
শনিবার বিকেল ৪টায় নলডাঙ্গার হালতি বিলে এ ঘটনা ঘটে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, শনিবার দুপুরে
নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একদল ছাত্র-শিক্ষক নাটোরের নলডাঙ্গার হালতি বিল ভ্রমনে আসেন। বিকেলে তারা নৌকাযোগে হালতি বিল ঘুরে দেখার সময় প্রবল স্রোতে নৌকার কিনারে থাকা শিক্ষিকা প্রাপ্তি সাহা পড়ে যান। এসময় তাকে খুঁজতে স্থানীয়দের সাথে নেমে পড়েন প্রতিষ্ঠানটির শিক্ষক মোখলেসুর রহমান। পরে স্থানীয়দের চেষ্টায় প্রাপ্তি সাহাকে পানি থেকে তোলা হলেও শিক্ষক মোখলেসুর রহমান এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে রাজশাহী থেকে ডুবুরীদল তলব করা হয়েছে।



