
শনিবার দিনব্যপী নাটোর রাজবাড়ির আনন্দভবন মিলনায়তনে উত্তরবঙ্গ ইট প্রস্তুতকারী মালিকদের সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। এ সমাবেশ থেকে এ সমাবেশে উত্তরাঞ্চলের ১৬ জেলা এবং ঢাকা, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলের ইট ভাটা মালিক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নাটোর জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি ও এফবিসিসিআই পরিচালক শরিফুল ইসলাম রমজানের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আবুবকর সিদ্দিক, উত্তরবঙ্গ সভাপতি ছদরুল ইসলাম,সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সিলেট ইটভাটা মালিক সমিতি নেতা দেলোয়ার হোসেনসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, ইট ভাটা মালিকরা সরকারকে পর্যাপ্ত ট্যাক্স দিয়ে ব্যবসা করলেও ধাপে ধাপে হয়রানি শিকার হন তারা।
নাইমুর রহমান
নাটোর
২০-০৭-১৯
০১৭২২৪০৮৫০৫



