
বৃহষ্পতিবার(৪ ঠা জুলাই)এক সংবাদ বিজ্ঞপ্তিতে চিত্তরঞ্জন সাহা এ শুভেচ্ছা জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সনাতন ধর্মের অন্যতম উৎসব রথযাত্রা সফল করতে একযোগে কাজ করেছেন জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, শিক্ষক, সমাজসেবক সাংবাদিক, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ হিন্দু সম্প্রদায়ের লোকজন। তাদের অব্যাহত সহযোগিতা প্রত্যাশাপূর্বক আগামী দিনগুলোতেও নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের প্রত্যাশা করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।



