
বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বাবা রাকিবুল ইসলামসহ পরিবারের সদস্যদের সাথে জামরুল পাড়তে বাড়ির পাশের একটি গাছে উঠে আশিক। সে একাই গাছে ওঠে জামরুল পাড়ছিল আর অন্যরা নিচে দাঁড়িয়ে তা কুড়িয়ে নিচ্ছিল। জামরুল পাড়ার এক পর্যায়ে আশিক বাবার চোখের সামনেই গাছের ডাল থেকে হঠাৎ নিচে পড়ে যায়। এসময় গাছের নিচের পাকা করা মেঝের ওপর পড়ে মাথা থেঁতলে যায় তার। দ্রুত উদ্ধার করে আশিককে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



