সিংড়ায় ঘৌড়দৌড় প্রতিযোগিতা

নাটোর অফিস॥
নাটোরের সিংড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫ টায় বিয়াস বড় আদিমপুর গ্রামে এই খেলার আয়োজন করেন স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী নওশের আলী। খেলায় পাবনা, বগুড়া, গুরুদাসপুর সহ দূর-দূরান্ত থেকে পঙ্গীরাজ, স¤্রাট, রাজা-বাদশাসহ ১৯টি ঘোড়া অংশ গ্রহণকরে। এসময় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে সব বয়সের নারী-পুরুষ ভীড় জমায়। পরে বৃহস্পতিবার (১১ মে) দুপুরে ডাহিয়া ইউনিয়ন পরিষদে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী তাড়াই গ্রামের ঘোড়ার মালিক আব্দুল মমিন কে একটি এলইডি টিভি ও চাচকৈড় গ্রামের পঙ্গীরাজ ঘোড়ার মালিককে মোবাইল ফোন উপহার তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ৪ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার)তারেক হোসেন দুলাল।
ঘৌড়দৌড় প্রতিযোগিতার আয়োজক বড়আদিমপুর গ্রামের নওশের আলী বলেন,বিয়াস আদিমপুর গ্রামের মেলার পরে গ্রাম-বাংলার হারানো ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে মেলায় উপস্থিত ছোট-বড় সকলকে আনন্দ দিতে এবং বিলুপ্ত এই ঐতিহ্য কে ফিরিয়ে আনতে আমার এই ক্ষুদ্র আয়োজন। এবং আগামীতে আরও বড় আকারে এই আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেন ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *