
জানা যায়, গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামের মরহুম জহির উদ্দিনের ছেলে মজিবর রহমান ওই কলেজে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসছিলেন। চার বছর পরই অবসরে যেতেন। তের মাস আগে হঠাৎ তাঁর বেতন বন্ধ করে দেয় কলেজ পরিচালনা কমিটি। হাইকোর্টের নির্দেশেও মজিবর রহমানকে বেতন দেয়া হয়নি। কলেজ কমিটিকে রাজিখুশি রাখতে না পারায় তার বেতন বন্ধ রাখা হয় বলে ওই শিক্ষকের সহকর্মীরা জানিয়েছেন।
মঙ্গলবার দুপুর আড়াইটায় জানাযা শেষে ধারাবারিষা কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
এদিকে মরহুম মজিবর রহমানের স্ত্রী সেলিনা বেগম জানান, তার স্বামীর মৃত্যুর জন্য কলেজ কর্তৃপক্ষই দায়ী। মেয়ে সানজিদা খাতুন সেতু (২১) ও ছেলে অপু (১৫) জানায়, বাবা মৃত্যুর আগের দিন আক্ষেপ করে বলেছিলেন- বেতন নেই, তাই আমাদের ঈদও নেই।
কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মায়া রাণী চক্রবর্তী বলেন, আমি বেতন দেয়ার পক্ষেই ছিলাম। কিন্তু কমিটির সাথে অসদাচরণ করায় তার বেতন বন্ধ রাখা হয়।



