নাটোরে বিএনপির স্মারকলিপিঃ ধানের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবী
নাটোর অফিস॥
ধানের ন্যায্য মুল্য নিশ্চিত করতে সরকাররের প্রতি আহবান জানিয়ে স্মারক লিপি দিয়েছে বিএনপি। মঙ্গলবার সকালে নাটোর জেলা প্রশাসক শাহরিয়াজের কাছে জেলা বিএনপির প্রতিনিধি দল এ স্মারক লিপি তুলে দেন।
মধ্যস্ততাকারীদের কাছ থেকে ধান ক্রয় না করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনে ন্যায্য মুল্যে নিশ্চিত ও পাটকল শ্রমিকদের ৯ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান বিএনপির এ প্রতিনিধি দল। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, রহিম নেওয়াজ, বাবুল চেীধুরীসহ নেতাকর্মিরা।