নাটোরে পলকের উদ্যোগে সহস্রাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে সেবাদান

নাটোর অফিস॥  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ পলকের উদ্যোগে নাটোরের সিংড়ায় সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা দেয়া হয়েছে। ধানমন্ডি রোটারি ক্লাব ও সিংড়া পৌরসভার সহযোগিতায় দিনব্যাপী সেবাপ্রদান কার্যক্রম চলছে।

শুক্রবার সকাল সাড়ে নয়টায় সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে নিবন্ধনকৃত রোগীদের চক্ষুসেবা প্রদানপূর্ব মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুনাইদ আহমেদ পলক।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, রোটারি ক্লাবের প্রেসিডেন্ট মিজানূর রহমান ভুইয়া, ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, কাউন্সিলর দেদার হায়াত বেনু প্রমূখ।

বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে আওয়ামী লীগ সরকার নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। ভবিষ্যতে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে উন্নতমানের চিকিৎসা সেবা পৌছে দিতে সরকার কাজ করে যাচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *