নাটোরে পরিবহন শ্রমিক ও পরিবারবর্গকে ২০ লাখ টাকা অনুদান
নাটোর অফিসঃ মহান মে দিবস-২০১৯ উপলক্ষে নাটোর জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান পরিবহণ শ্রমিক ইউনিয়ন শ্রমিকবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যবর্গের মাঝে ২০ লাখ টাকা অনুদান বিতরণ করা হয়েছে।
আয়োজনের অংশ হিসেবে বুধবার সকালে মাদ্রাসা মোড় হইতে কানাইখালী পুরাতন বাসষ্ট্যান্ড পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সংগঠনটির কয়েক হাজার সদস্য। শোভাযাত্রায় নেতৃত্ব দেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। পরে পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তারুল ইসলাম আলমের সভাপতিত্বে এসময় অনান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলু, জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি শরিফুল ইসলাম, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান পরিবহণ শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ হাবিবুর রহমান চুন্নু প্রমুখ।
আলোচনা সভা শেষে ইউনিয়নের সদস্য ও পরিবারবর্গের মাঝে ২০লক্ষ টাকার অনুদান বিতরণ করা হয়।