
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ জানান, দুপুর ১২ টার দিকে আনছার ও ভিডিপি কর্তৃপক্ষ প্রদত্ত লাঠি ও পোশাক পড়ে তারা দায়িত্ব পালন করছিলো। সাংবাদিকরা তাদের পরিচয় ও বয়স জানতে চাইলে তারা ১৪ ও ১৬ বছর বয়স জানালেও তাৎক্ষনিক স্বীকার করে তারা বলেন, তাদের বয়স সার্টিফিকেটে বাড়িয়ে দেয়া হয়েছে। এসময় উপস্থিত ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহিদ মন্তব্য করে বলেন, শারিরীক গঠণ ও চেহারা দেখেই তাদেরকে শিশু যে কেউই বলবে। এছাড়া শিশু না বললেও তারা উভয়েই নাবালিকা এটা কোনভাবেই কেউই ভুল প্রমাণ দিতে পারবে না।
এ ব্যাপারে মুঠোফোনে আনছার ও ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক মণিকা ডি কস্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না। তাদের আনছার-ভিডিপি’র প্রশিক্ষণ গ্রহণের কাগজ পেয়েছি তাই নিয়োগ দিয়েছি।
উল্লেখ্য, জাতিসংঘের শিশু অধিকার সনদে ১৮ বছরের নীচে সব নাগরিককে শিশু বলা হয়েছে।



