নাটোর অফিস।।
নাটোরে তিন হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত দু’জন হলো- কক্সবাজার জেলার উখিয়া থানার জোবাইরা বেগম (৩০) ও কক্সবাজার সদর থানা এলাকার দোলু বেগম (২৫)। শনিবার (১৬ আগষ্ট) ভোরে নাটোর শহরের একডালা নারায়নপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ হাসিব এই তথ্য নিশ্চিত করে জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের তেবাড়ীয়া ইউনিয়নের একডালা নারায়নপাড়া গ্রামস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের টিম। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জোবাইরা বেগম (৩০) ও দোলু বেগম (২৫) নামের দুই নারী মাদক কারবারি আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিন হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ওই দুই নারীর পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তারা ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। এসব ইয়াবা বিক্রির জন্য তারা নিজ হেফাজতে রেখেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।