সিংড়ায় ৩৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

নাটোর অফিস।।
নাটোরের সিংড়ায় দুইভায়ের কাছে থেকে ৩৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ইদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। রবিবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল শাহী বাজার এলাকায় অভিযান করে পাওয়ার ট্রিলার চালিত ট্রলি থেকে এই ফেন্সিডিল উদ্ধার করেন। ফেন্সিডিল সহ মাদক কারবারি আপন দুইসহদ্বর মুক্তারুল ইসলাম ওরফে দিলদার (২৭) ও শহিদুল ইসলাম ওরফে বাবু (২৫) কে আটক করেন। আটককৃত দুজন আপন ভাই। আটককৃত দুজনের বাড়ী চাপাঁই নবাবগন্জ জেলার শিবগন্জ উপজেলার শ্যামপুর গোপাল নগর গ্রামের হযরত আলীর ছেলে। জানা যায়, মাদক বহনকারী ট্রলি চাঁপাই নবাবগন্জ থেকে রাজশাহী তানোরদ, বাগমারা, ও নওগাঁ আত্রাই হয়ে নাটোর সিংড়ায় প্রবেশ করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত দায়িত্ব কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রবিবার রাত সারে ৮ টায় থানায় ৩৬৫ বোতল ফেন্সিডিল আটকের ঘটনায় মাদক মামলা দায়ের করা হয়েছে। মামলায় দুইভাইকে আটক দেখানো হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *