সমকাল সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা পিপলুর স্মরণ সভা

নাটোর অফিস।।
সদ্যপ্রয়াত দৈনিক সমকাল ও একুশে টেলিভিশনের নাটোর প্রতিনিধি বর্ষিয়ান সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলুর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) নাটোর শহরের বঙ্গজলে ন্যাশনাল ইনস্টিটিউটের মিলনায়তনে সমকাল সুহৃদ সমাবেশ ও একুশে টেলিভিশন দর্শক ফোরামের যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমকাল সুহৃদ সমাবেশ নাটোরের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্যদেন সাবেক সচিব বজলুর রশীদ, বিশিষ্ট শিক্ষাবিদ সুবীধ কুমার মৈত্র অলক, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফরাজী আহমেদ রফিক বাবন, সহ-সভাপতি শহীদুল হক সরকার, ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, ইউনাইটেড প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম রেজা, এনটিভির স্টাফ রিপোর্টার হালিম খান, এটিএন বাংলার নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, ইসাহক আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নবীউর রহমান পিপলু ছিলেন একজন প্রথিতযশা সাংবাদিক। মৃত্যু পর্যন্ত সাহসিকতা ও নিষ্ঠার এই পেশায় নিয়োজিত ছিলেন। তরুণ প্রজন্মের সাংবাদিকদের তার আদর্শ অনুসরণ করা উচিত। তার মতো নিষ্ঠাবান সাংবাদিক তৈরি হলে দেশের সংবাদপত্র জগৎ আরও সমৃদ্ধ হবে। পরে তার রূহের মাগফিরাত কামনা দোয়া করা হয়।
এর আগে মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবীউর রহমান পিপলু মারা যান। পরদিন নাটোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গার্ড অব অনার দেওয়ার পর গাড়ীখানা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *