নাটোরে জমি ফিরে পেতে এক প্রতিবন্ধীর আকুতি

নাটোর অফিস ॥
নাটোরে নিজের জমি ফিরে পেতে এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন নুর মোহাম্মদ নামে এক প্রতিবন্ধী। সোমবার দুপুরে নাটোর ইউনাইটেড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের জমি ফিরে পেতে আকুল আবেদন জানান অসহায় ওই পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, নাটোর সদর উপজেলার আগদীঘা স্কুল পাড়া গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী নুর মোহাম্মদ পৈতিক সূত্রে মোট ৮বিঘা ১৭ শতাংশ জমির মালিক হন। নুর মোহাম্মদ নিজে প্রতিবন্ধী অন্যদিকে তার স্ত্রীও সহজ সরল নিরক্ষর মানুষ হওয়ায় তাদের সমস্ত জমি এতদিন তার বড় ভাইয়ের জামাতা নাটোর পুলিশ লাইনে কর্মরত মাসুদ দেখভাল করতেন। অভিযোগ করা হয়, জামাতা মাসুদ নানা উছিলায় নুর মোহাম্মদকে রেজিষ্ট্রি অফিসে নিয়ে গিয়ে পর্যায়ক্রমিকভাবে সকল সম্পত্তি নিজের ও স্বজনদের নামে লিখে নেন। এই অবস্থায় জমি মালিকানা ফেরত চাইলে মাসুদ নানা ধরণের হুমকি ধামকি দিচ্ছেন বলে জানান ওই ভুক্তভোগী।
এব্যাপারে জানতে মাসুদের সাথে কথা বলার জন্য তার ফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে নুর মোহাম্মদ, তার স্ত্রী ফরিদা বেগম, তার পালিত পুত্র হাফিজুর ইসলাম, গ্রাম্য প্রধান আসগর আলী উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *