নাটোর অফিস।।
এবার ১৫ মে থেকে নাটোরে বাজারে উঠবে মৌসুমের প্রথম পাকা আম ও লিচু। ওই দিন বাজারে আসবে গুটি আম ও মোজাফফর জাতের লিচু। এরপর ২৫ মে গোপালভোগ, ৩০ মে রাণীপছন্দ, খিরসাপাত বা হিমসাগর, ২ জুন লখনা, ২০ জুন হাড়িভাঙ্গা, ৩০ জুন আ¤্রপালি, ১৫ জুলাই বারি আম-৪, ২০ জুলাই আশ্বিনা ও ১০ আগস্ট গৌরমতি আম বাজারে আসবে।
আজ বৃহস্পতিবার (০৮ মে) নিরাপদ আম ও লিচু আহরণ সংরক্ষণ ও বাজারজাতকরণে প্রস্তুতিমূলক সভায় আম ও লিচু বাজারজাত করার বিষয়টি জানানো হয়। এদিন বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
নাটোর জেলা প্রশসাক মিজ আসমা শাহীন এর সভাপতিত্বে আয়োজিত সভায় জানানো হয়, জেলায় ১৫ মে থেকে গুটি আম ও লিচু আহরণ করা যাবে। এর পরে ২৫শে মে গোপালভোগ আম, ৩০শে মে রাণীপছন্দ ও খিরসাপাত আম, ২রা জুন, লক্ষণভোগ, ১২ জুন ল্যাংড়া, ১৫জুন আম্রপালি, ২৫শে জুন মোহনভোগ, ২৫ জুন ফজলী ও হাড়িভাঙ্গা, ৫ জুলাই মল্লিকা, ১০ই জুলাই বারি আম-৪, ২০ জুলাই আশ্বিনা ও ১০ আগস্ট গৌরমতি আম আম আহরণ ও বাজারজাতকরণ করতে পারবেন আম চাষি, বাগান মালিকসহ আড়তদার ও ব্যবসায়ীরা। এছাড়াও সভায় ১৫মে থেকে মোজাফফর জাতের লিচু এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু আহরণের সময়সূচি প্রণয়ন করা হয়।
জেলা প্রশাসক বলেন, অসময়ে সংগ্রহ বন্ধ ও কেমিক্যালমুক্ত নিরাপদ ফল নিশ্চিতে নাটোরে গাছ থেকে আম ও লিচু সংগ্রহের সময়সূচি প্রকাশ করা হলো। অপরিপক্ব আম নামানো, রাসায়নিক দিয়ে পাকানো আম বা লিচু বাজারজাত করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ হাসিবুর রহমানসহ বিভিন্ন উপজেলা কৃষি কর্মকর্তা, আম ও লিচু বাগান মালিক এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এবারের জেলায় ৫ ৬৯৪ হেক্টর আমবাগান থেকে ৭২ হাজার ৮৬ মে.টন আম এবং ৮৮৭ হেক্টর জমিতে ৬৫০৮ মেট্রিক টন লিচু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।