পদ্মানদীতে অবৈধ বালু উত্তোলন করায় চার জনের কারাদণ্ড

নাটোর অফিস।।
নাটোরের লালপুরের পদ্মানদীতে অবৈধবালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে চার জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার তিনটি ব্যাটারী, ২টা সেল্প স্টাটার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আজ শুক্রবার (০২ মে) বিকেলে পদ্মানদীর দিয়ারবাহাদুর চরে সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজিজুল কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পাবনার ভাঙ্গুড়া উপজেলার মুন্ডুমালা গ্রামের রুস্তম খাঁর ছেলে রাকিবুল (২২) ও রবিউল (৩০), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিদকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে খোকন (৩৫) ও ফিয়াদকান্দি গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাহামুদ্দিন (১৯)। এদের মধ্যে রবিউলকে দুই মাসের ও বাঁকি তিনজনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজিজুল কবির ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করে জানান, আজ বিকেলে সেনাবাহিনীর সহযোগিতায় লালপুরের দিয়ার বাহাদুর বালুর পয়েন্টে আজ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বালি উত্তোলন করে পরিবহন করার জন্য বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ আটককৃত ৩ জনের প্রত্যেককে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ জনকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
সরকারী স্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলন,পরিবহন ও বিপননকারীদের বিরুদ্ধে এই অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
লালপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) মমিনুজ্জামান জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪জনকে সন্ধ্যায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *