এলোপাতাড়ি গুলি ছুড়ে মোটর সাইকেল ফেলে পালালো দুবৃত্তরা!

নাটোর অফিস॥
নাটোরের লালপুরে বাড়িরতে এসে মোজাহার হোসেন (৪৫) নামে এক ইউপি সদস্যকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করেছে দুর্বৃত্তরা। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। এসময় এলাকাবাসী ধাওয়া দিলে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের রেখে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে।
মোজাহার হোসেন উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের ৪নং পালিদাহ ওয়ার্ডের ইউপি সদস্য। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদাহ গ্রামে এঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত বাহাউদ্দিন প্রামাণিকের ছেলে। এ ঘটনায় রাতেই ৬ জনকে আসামী করে লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন মোজাহার হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদাহ ঈদগাহ নিয়ে ঈশ্বরদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাহার হোসেনের সঙ্গে একই ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সোহেলের দ্বন্দ্ব চলে আসছিল। গত রোববার এনিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এর জের ধরে বৃহস্পতিবার বিকালে দুইটি মোটরসাইকেলে ছয়জন লোক এসে মোজাহার মেম্বারের বাড়ির সামনে থামে। এরপর তাকে লক্ষ্য করে তারা ৫-৬ রাউন্ড এলোপাতারি গুলি ছোড়ে। তখন মোজাহার বাঁচাও-বাঁচাও বলে চিৎকার করলে এলাকাবাসি এসে দুর্বৃত্তদের ধাওয়া দেয়। এসময় একটি মোটরসাইকেল ফেলে রেখে এর তিন জন দুর্বৃত্ত দৌড়ে পালান। অপর তিন দুর্বৃত্ত অন্য মোটরসাইকেলে করে পালিয়ে যান। এ ঘটনায় ইউপি সদস্যের শরীরে গুলি না লাগায় তিনি প্রাণে বেঁচে যান। এসময় দুর্বৃত্তদের রেখে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশে দেয় গ্রামবাসী। এঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর সরকার জানান, বিকেলে দুইটি মোটরসাইকেলে ছয়জন লোক এসে মোজাহার মেম্বারের বাড়ির সামনে থামে। এরপর তাকে লক্ষ্য করে তারা ৫-৬ রাউন্ড এলোপাতারি গুলি ছোড়ে। তখন মোজাহার বাঁচাও-বাঁচাও বলে চিৎকার করলে আমি দৌড়ে যাই এবং একটি মোটরসাইকেল ধরে ফেলতে চেষ্টা করি। কিন্তু ধাক্কা খেয়ে পড়ে যাই। পরে সেই মোটরসাইকেল থেকে তিনজন নেমে পালিয়ে যায়।’
মোজাহার হোসেন বলেন, বিকেলে আমি বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বের হচ্ছিলাম। এসময় দুইটি মোটরসাইকেলে সোহেল, ফারামসহ ৬জন যুবক আগ্নেয় অস্ত্র হাতে আমাকে লক্ষ্যকরে। আমি তাদের হাতে পিস্তল দেখতে পেয়ে মোটরসাইকেল ফেলে চিৎকার করে মাটিতে শুয়ে পড়ি। এসময় গ্রামবাসী এগিয়ে আসলে ফারাম এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে পালিয়ে যায়। সন্ত্রাসীরা কোনো কারণ ছাড়াই তাঁকে গুলি করেছে। তবে মাটিতে সুয়ে পড়ায় ও এলাকাবাসি ছুটে আসায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
লালপুর থানার ওসি (তদন্ত) মোমিনুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হয়নি। ঘটনার সঙ্গে জরিতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান তিনি। তিনি আরো জানান, এর আগে খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। স্থানীয়দের মুখে কয়েক রাউন্ড গুলির কথা শুনেছি, তবে খোঁজাখুঁজি করেও কোনো গুলির খোসা পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *