অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র হচ্ছে -দুলু

 

নাটোর অফিস॥
বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। দেশের আইন শৃংখলা পরিস্থিতি মারাত্বক ভাবে অবনতি হয়েছে। আওয়ামীলীগ ক্ষমতা হারানোর পর থেকে পাশ^বর্তি দেশ ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। যে কোন ভাবেই হোক তারা বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র অব্যহত রেখেছে। বুধবার (০৫ মার্চ) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার স্থানীয় নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, তারা যে কোন মূল্যে দেশে কোন অরাজকতা সৃষ্টি করে এ সরকারকে ব্যর্থ প্রমান করে পতিত আওয়ামী ফ্যাসীবাদী সরকারের লোকজনকে দেশে ফিরিয়ে আনতে ও জাতীয় নির্বাচনে তাদের সুযোগ সুবিধা করে দেয়ার অপচেষ্ঠা অব্যহত রয়েছে। এ জন্য অন্তবর্তীকালীন সরকারের উচিত দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা।
তিনি বলেন, দেশের মানুষ গত ১৮ বছর কোন ভোট দিতে পারেনি। সাধারণ মানুষ তাই ভোট দিতে মুখিয়ে আছে। ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা হলেই দেশের আইন শৃংখলা পরিস্থিতি ও বিনিয়োগসহ সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হবে। ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা হবে। তিনি বলেন, হাজারো ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে যে অর্জন কোন ভাবেই ষড়যন্ত্রকারীদের হাতে তা নষ্ট হতে দেয়া যাবে না। আলোচনা সভা ও ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, মোঃ আব্দুল হাফিজ, গিয়াস উদ্দীন, নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ আলমঙ্গীর হোসেন প্রমুখ। শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *