নাটোর অফিস ॥
নাটোর জেলায় গ্যাস সংযোগ প্রদানের দাবীসহ কালক্ষেপনের মাধ্যমে জেলা প্রশাসনে প্রশ্নবিদ্ধ নিয়োগ বাতিল ও তদন্ত চেয়ে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (০৫ মার্চ) বিকেল তিনটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলার আহবায়ক শিশির মাহমুদ, সদস্য সচিব সামিউল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ ওবায়দুল্লাহ মীম, সিনিয়র যুগ্ন আহবায়ক ফাহাদ ইবনে জাহিদ, যুগ্ন সদস্য সচিব রেজা রাব্বানি সহ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে নাটোর শহরের পাশ দিয়ে যাওয়া মাত্র ১৪ কিলোমিটার দূরে বাগাতিপাড়ার উপর দিয়ে গ্যাসের পাইপ লাইন গেছে রাজশাহীতে। কিন্তু সেই সময়ে নাটোরে গ্যাস সংযোগ দেওয়া হয়নি। অথচ নাটোরে দেশের খ্যতনাম প্রাণ এগ্রো কোম্পানী, কিশোয়ান, পারট্রেক্সসহ স্থানীয় অনেক ক্ষুদ্র ও মাঝারি ধরনের শিল্পকারখানা রয়েছে। জ্বালানী গ্যাসের অভাবে সেগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে শিল্প-কারখানা রক্ষা ও সম্প্রসারনের লক্ষ্যে গ্যাস সংযোগ জরুরী হয়ে পড়েছে। তাই জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে দাবী, এ জেলায় যেন দ্রুত গ্যাস সংযোগ দেওয়া হয়। তারা অভিযোগ করে বলেন, ১৬ বছরে জেলা প্রশাসকের কার্যালয়ে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন পদে জনবল নিয়োগ করা হয়েছে, যা একে বারে প্রশ্নবিদ্ধ। কারন এসব পদে চাকুরীর জন্য দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে উর্ত্তীণ মেধাবীরা আবেদন করেছিলেন, তারা পরীক্ষাও দিয়েছিলেন। কিন্তু ফলাফলে কালক্ষেপন করা হয়েছে এবং মেধাবীদের অকৃতকার্য দেখিয়ে অপেক্ষাকৃত কম মেধাবীদের কৃতকার্য দেখিয়ে অনিয়ম তান্ত্রিক পন্থায় দলীয় লোকদের চাকুরী দেয়া হয়েছে। যা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন রয়েছে এবং শহর জুড়ে এনিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এখন আমাদের দাবী জেলা প্রশাসনে প্রশ্নবিদ্ধ নিয়োগ বাতিল ও সেগুলোর তদন্তের মাধ্যমে সুষ্ঠ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না করা হলে আন্দোলন গড়ে তোলা হবে।