দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে সংস্কার চলছে-ধর্ম উপদেষ্টা

নাটোর অফিস ॥
নাটোরের বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় দুটি মডেল মসজিদের উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ শনিবার দুপুরে এই দুটি মডেল মসজিদের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা। এসময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে সংস্কার চলছে। বিভিন্ন বিভাগের সংস্কার হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে। তিনি আরও বলেন, মসজিদকে কেন্দ্র করে ব্যাপক কার্যক্রম পরিচালিত হবে, যা ধর্মীয় মূল্যবোধ, ইসলামি সংস্কৃতি এবং ভ্রাতৃত্ববোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নামাজের প্রতি মানুষের আগ্রহ বাড়ালে সমাজে অপরাধ প্রবণতা কমে যায়।
স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধর্ম উপদেষ্টা বলেছেন, ১৮ সালের নির্বাচনের সঙ্গে জড়িত জেলা প্রশাসকদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ১৮ সালে নির্বাচনের সঙ্গে জড়িত পুলিশ সুপারদেরও অবসরে পাঠানো হবে। ভেঙে পড়া পুলিশের মনোবল ফিরিয়ে আনা হচ্ছে।
এই দুটি মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক আসমা শাহীন,পুলিশ সুপার আমজাদ হোসাইন এবং উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *