
রোববার দুপুর ১টার দিকে আগামীকাল শপথের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়।
পলককে শপথের আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মীনি আরিফা জেসমিন কনিকা ও একান্ত ব্যক্তিগত কর্মকর্তা মাওনালা রুহুল আমিন।
ধারণা করা হচ্ছে জুনাইদ আহমেদ পলক এবার মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।
এর আগে জুনাইদ আহমেদ পলক তথ্য ও যোগাযযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, নতুন সরকারে ৪৬ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী এবার শপথ নেবেন। এরমধ্যে ২৪ জন মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী হচ্ছেন।



