দেশকে এগিয়ে নিতে হলে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার : দুলু

নাটোর অফিস।।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার। বিপ্লব পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যের বিকল্প নেই। বিশেষ করে সকল দলের ঐক্য এখন সময়ের একক দাবি।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
দুলু বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরেরা আত্মগোপনে থেকে ফেসবুকের মাধ্যমে মিথ্যাচারে লিপ্ত রয়েছে। তারা দেশের যেকোন বিষয়ে ধারাবাহিক মিথ্যা প্রচারনা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে নির্মম গণহত্যাকারী পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিষয়ে দেশের মানুষকে সচেতন থাকতে হবে।
দুলু আরো বলেন, তারা আমাদের প্রিয় মাতৃভুমিকে অশান্ত করতে চায়, দেশে অশান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের কোন ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। দেশের জাতীয়তাবাদী ও ইসলামী ম‚ল্যবোধে বিশ্বাসী সকল মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে পতিত স্বৈরাচার গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের রুখে দিবে ।’
জনসমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাল আলম আবুল, ও ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *