পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নাটোর অফিস।।
নাটোর সদর উপজেলায় প্রশ্নপত্র দেখানোর লোভ দেখিয়ে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ মামলায় হযরত আলী (৪২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। সাজাপ্রাপ্ত হযরত আলী নাটোর সদর উপজেলার বাগরোম গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। জরিমানাকৃত অর্থ মামলার ভিকটিমকে প্রদানের নির্দেশ দিয়েছেন বিচারক।দÐপ্রাপ্ত হযরত আলী বাগরুম মহল্লার মৃত হাবিবুর রহমানের ছেলে।
সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর জানান, হযরত এলাকায় প্রাইভেট পড়াতেন। ভুক্তভোগী ওই ছাত্রী হযরতের নিকট প্রাইভেট পড়তো। ২০১৮ সালের ৮ জুলাই বিকালে ওই শিক্ষার্থী প্রাইভেট পড়তে যায়। পরে প্রাইভেট পড়ানো শেষে হযরত আলী সকল ছাত্র ছাত্রীকে ছুটি দিলেও প্রশ্নপত্র দেখানোর লোভ দেখিয়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে নিজের বাসায় নিয়ে যায়।পরে সে সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে কাউকে কিছু না বলতে ভয়ভীতি দেখায়।পরবর্তীতে বিষয়টি জানার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নাটোর সদর মামলা দায়ের করেন।পরে পুলিশ মামলাটি তদন্তপূর্বক অভিযোগ পত্র দাখিলের পর বিচারিক কার্যক্রম শেষে আজ হযরত আলীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন বিচারক মোহাম্মদ আব্দুর রহিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *