নাটোরে ভোটের দিনে ব্যাপক নিরাপত্তা প্রস্ততি

নাটোরঃ নাটোরের ৪টি আসনের ৫৬৬টি কেন্দ্রের মধ্যে ৫০টি ভোট কেন্দ্র ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)এবং নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের মোট ৩০টি কেন্দ্রে বেশি সহিংসতার ঝুঁকি রয়েছে।

সবচেয়ে কম ঝুঁকি রয়েছে নাটোর-৩ (সিংড়া) আসনে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, প্রতিটি ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে ১০জন আনসার সদস্য, ২ জন অস্ত্রধারী পুলিশ এবং ১ জন গ্রাম পুলিশ থাকবে। তবে ঝুঁকিপুর্ণ কেন্দ্রগুলোতে থাকবে অস্ত্রধারী পুলিশের পাশাপাশি আনসার সদস্যের বাড়তি সংখ্যা।

নাটোরের চারটি আসনে ১৪ প্লাটুন বিজিবি, ৫১৪জন সেনা সদস্য, ১২৮৫জন পুলিশ সদস্য, ৬হাজার ৭৯২জন আনসার সদস্য, ১০০জন র‌্যাব সদস্য আইন-শৃংখলা এবং ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। ৭ জন সহকারি রিটার্নিং অফিসার সহ ২১জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং ৯জন বিচারিক ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

নাটোর জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, প্রতিটি ভোটকেন্দ্রেই নিরাপত্তা বাড়ানো হয়েছে।  ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *