নাটোর অফিস॥
নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক রুমানা শারমিন বর্ষা। এই আদেশ ২৮ আগস্ট ২০২৪ তারিখ থেকে কার্যকর হয় এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানা যায়। একই সাথে তাকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বনলতা হলের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব প্রদান করা হয়।
রুমানা শারমিন বর্ষা ৯ জুলাই ২০২৩ সালে বাউয়েটে আইন ও বিচার বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি অনার্স এবং এলএলএম ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ল’ ডিসিপ্লিন এর অধীনে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত আছেন। এছাড়া তিনি নওগাঁ জেলা বার এসোসিয়েশনের একজন অ্যাডভোকেট।