নাটোর-১: শিরীনের হাতেই ধানের শীষ

নাটোরঃ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত অধ্যক্ষ কামরুন্নাহার শিরিনকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

সোমবার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে জাতীয় ঐক্যফ্রন্টের কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী মুনজুরুল ইসলাম বিমলের আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান ননীর আদালত এ আদেশ দেন।

আদালতে কামারুন্নাহার শিরিনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ও সাবেক এ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ এবং শিরিনের কন্যা অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। শিরিনের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল বিষয়টি নিশ্চিত করেছেন।

কামরুন্নাহার শিরিন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসোনের উপদেষ্টা ফজলুর রহমান পটলের সহধর্মিনী।

গত ২০ ডিসেম্বর মুনজুরুল ইসলাম বিমলের পরিবর্তে কামারুন্নাহার শিরিনকে ধানের শীষ প্রতীক দিতে নির্দেশ দেন উচ্চ আদালত। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।

এর আগে ৮ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের কয়েক ঘন্টা পুর্বে নাটোর-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী কামরুন্নাহার শিরিন কে বাদ দিয়ে ঐক্যফ্রন্ট মনোনীত কৃষক-শ্রমিক জনতালীগের প্রার্থী মুনজুরুল ইসলাম বিমলকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়। পরে দলের সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে কামরুন্নাহার শিরিন হাইকোর্টে রিট করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *