
নাটোরের প্রিয় মুখ ওয়াকার্স পার্টির প্রয়াত নেতা মরহুম মিজানুর রহমান মিজানের স্মরনে এক শোকসভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল ১১ টায় মুসলিম ইনস্টিটিউট হলে মিজানের এই শোক সভায় সভাপতিত্ব করেন, নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর এর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু । আরো উপস্থিত ছিলেন সিংড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। অন্যান্যের মধ্যে রাখেন সাংবাদিক বুলবুল আহমেদ,ওয়ার্কার্স পার্টি নেতা বিশ্বনাথ দাস বিশু, মাহবুব আলম, শ্রমিক নেতা আব্দুর রব, আবুল কালাম আজাদ , নাটোর সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ । শোক সভাটি সঞ্চালনা করেন নাটোর জেলার ওয়ার্কার্স পার্টের সাধারণ সম্পাদক এডভোকেট লোকমান হোসেন বাদল।
ফজলে হোসেন বাদশা বলেন কমরেড মিজান তার জীবনের শেষ পর্যন্ত এদেশের মেহনতে মানুষের জন্য রাজনীতি করেছেন ।তার রাজনীতি ছাত্রজীবন থেকে শুরু করে শেষ জীবন পর্যন্ত কখনো কোন কিছু পিছুপা হননি । তার আদর্শ ধরে রেখে আমরা আগামী দিনে রাজনীতি করতে চাই ,তার স্বপ্ন আমরা জনগণ কে সাথে নিয়ে বাস্তবায়ন করব।



