নাটোর আওয়ামী লীগের শ্লোগান মাস্টার শফিকুল ইসলামের চিরবিদায়।

নাটোর: নাটোর পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নাটোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম শফি আর নেই। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টায় নাটোর আধুনিক সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি…..রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২বৎসর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়ে সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুম্মা নাটোর কেন্দ্রীয় ঈদগাহ (কোর্ট) মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল এমপি, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এড. আবুল কালাম আজাদ এমপি, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.সিরাজুল ইসলাম পিপি, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এড. কামরুল ইসলাম, অধ্যাপক শামসুল ইসলাম, যুগ্ম সাধরণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধরণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক এড. মালেক শেখ, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধরণ সম্পাদক ও পৌ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান, সাধরণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব সহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্য সহ সর্বস্তরের মানুষ। পরে কান্দিভিটা গোরস্থানে দাফন করা হয়।
এদিকে বৃহস্পতিবার রাতেই নাটোর আধুনিক সদর হাসপাতালে মৃত্যুর খবর পেয়ে তৎক্ষনাত ছুটে যান নাটোর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল এমপি সহ নেতাকর্মীরা। পরে দিয়ারভিটা এলাকায় শফির মৃতদেহ পৌঁছে দেন এবং শোকাহত পরিবারকে সান্তনা দিয়ে ফিরে আসেন।
এদিকে আওয়ামী লীগের শ্লোগান মাস্টার শফির মৃত্যুর খবর পেয়ে শুক্রবার দিয়ারভিটায় তাঁর বাড়িতে ছুটে যান নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাবেক প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আহাদ আলী সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান এড. সাজেদুর রহমান খান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি শরিফুল ইসলাম শরিফ সহ নেতা কর্মীরা। এসময় নেতাকর্মীরা মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *