
বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টায় সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের রাণীনগর গ্রামের নিজ বাড়ির সামনে থেকে একটি সাদা রংয়ের হাইএস মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়দের বরাত দিয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক শিবির নেতা জিয়াউল হক জিয়া জানান, বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টায় একটি সাদা হাইএস মাইক্রোবাসযোগে ১০/১২ জনের একদল লোক সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের রাণীনগর বেলালুজ্জামানের নিজ বাড়ি থেকে তাকে তুলে নেয়। এসময় তার প্রতিবেশী আসাদুজ্জামান তুলে নেয়ার কারণ জানতে চাইলে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়া হয়। কয়েকঘন্টা পর বেলালুজ্জামানকে পার্শবর্তী নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের কালীগঞ্জ বাজার এলাকায় আহত অবস্থায় পাওয়া যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর ইসলামী হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকদের বরাত দিয়ে জিয়াউল হক জিয়া আরো জানান, বেলালুজ্জামানের বাম পা ভেঙ্গে গেছে এবং রক্তক্ষরণ হচ্ছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, জামায়াতের জেলা আমীর বেলালুজ্জামানকে তুলে নেয়ার বিষয়টি তার জানা নেই। কেউ অভিযোগও করেননি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।



