রাবিতে পিএইচডি প্রি-সাবমিশন সেমিনার অনুষ্ঠিত


নাটোর অফিস ||
“রাজশাহী অঞ্চলের বিষহরি গানের আর্থ-সামাজিক প্রভাব: একটি সমাজতাত্ত্বিক বিশ্লেষণ” শিরোনামে গত কাল ৫ জুন বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডীন কমপ্লেক্স কনফারেন্স কক্ষে পিএইচডি প্রি-সাবমিশান সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
পিএইচডি গবেষক ভাস্কর সরকার ও গবেষণা সুপারভাইজর প্রফেসর ড. আখতার হোসেন, ফোকলোর বিভাগ, রাবি। উক্ত সেমিনারে আলোচক ছিলেন ড. আমিরুল ইসলাম (ফোকলোর বিভাগ) ও মো. মোস্তাফিজুর রহমান (নৃবিজ্ঞান বিভাগ)। এছাড়া উপস্থাপিত অভিসন্দর্ভের উপর সমালোচনা করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এস.এম একরাম উল্ল্যাহ, ফোকলোর বিভাগের সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ড. মো. রওশন জাহিদ, সহকারী প্রক্টর ড. রতন কুমার। এছাড়া উপস্থিত ছিলেন প্রফেসর ড. অনুপম হীরা মন্ডল, ড. হাবিবুর রহমান, ড. ফারজানা রহমান সহো বিভিন্ন বিভাগের গবেষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *