বড়াইগ্রামে হার পাওয়ার প্রকল্পের প্রথম পর্যায়ের সমাপনী অনুষ্ঠান

নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে হার পাওয়ার প্রকল্পের আওতায় প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রথম পর্যায়ে নারী ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও রাইজআপ ল্যাবস যৌথ ভাবে এর আয়োজন করে।
প্রজেক্ট ম্যানেজার আশরাফুল আলমের সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুর রহমান আনসারী ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তৃতা করেন গ্রাফিকস ডিজাইন প্রশিক্ষক মাহমুদ হাসান, প্রশিক্ষনার্থী মোছাঃ সুমাইয়া আক্তার প্রমুখ। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুবাইয়েত হোসেন রাজু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *