নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিক বিক্ষোভ

নাটোর অফিস॥
মৌসুমী জনবল থেকে স্থায়ীকরণ স্থগিতাদেশ প্রত্যাহার ও ঘোষিত প্রণোদনার টাকার দাবিতে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে ফটক সভা ও বিক্ষোভ মিছিল করেছে মিলের শ্রমিক কর্মচারীরা।
শনিবার (১৮ মে) সকালে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে মিলের প্রশসনিক ভবনের সামনে এই ফটক সভা অনুষ্ঠিত হয়। পরে মিল চত্বরে বিক্ষোভ মিছিল করে মিলের শ্রমিকরা।
ফটক সভায় নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টুর সঞ্চালনায় বক্তব্যদেন মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, ধর্ম ও ক্রীড়া সম্পাদক সেন্টু ইসলাম ও নাহিদুজ্জামান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নর্থ বেঙ্গল সুগার মিলের চলমান মৌসুমী জনবল থেকে স্থায়ীকরনের নিয়োগ প্রক্রিয়াকে স্থগিত করা হয়েছে। এই স্থগিতাদেশ আগামী ১৫ দিনের মধ্যে প্রত্যাহার করতে হবে এই সঙ্গে সরকার কর্তৃক ঘোষিত প্রণোদনার টাকা ঈদের আগে না দিলে কঠোর কর্মসূচি দেওয়ার ও হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, গত ১৫ মে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন বিএসএফআইসি’র অধীন সকল চিনিকল /প্রতিষ্ঠানে চলমান মৌসুমী জনবল থেকে স্থায়ীকর সংক্রান্ত সকল কার্যক্রম অনিবার্য কারণবশত: স্থগিত করে। এর প্রতিবাদে আজ এই ফটক সভা ও বিক্ষোভ মিছিল করে মিলের শ্রমিক কর্মচারীরা। নর্থ বেঙ্গল সুগার মিলে ৯৩জন মৌসুমী শ্রমিক কর্মরত রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *