
শনিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পোলিং এজেন্ট ও দলীয় প্রচারনা শীর্ষক কর্মশালায় বক্তৃতাকালে পলক এসব কথা বলেন।
পলক বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিংড়াবাসীর জন্য ১০ বছরে যা দিয়েছেন, তা অকল্পনীয়। সিংড়ার আধুনিকায়নের জন্য আরো অনেক কাজ বাকী রয়েছে। সিংড়াবাসী তাদের বৃহত্তর স্বার্থের কথা ভেবে নৌকায় ভোট দিয়ে আগামী দিনের জন্য সঠিক সিদ্ধান্ত নেবেন। সিংড়াবাসী জানবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পাশে আছেন এবং সব সময়ই থাকবেন। আমাদের সবারই উচিত জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখা।
কর্মশালায় সহস্রাধিক পোলিং এজেন্ট ও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।



