নাড়া পোড়াতে গিয়ে স্বপ্ন পুড়লো কৃষকের

নাটোর অফিস॥
নাটোরের বাগাতিপাড়ায় গমের নাড়া পোড়াতে গিয়ে পাশের প্রায় ৫-৬ বিঘা জমির পাকা গমও পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার পৌর এলাকার মাছিমপুর ফসলের মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি প্রায় ১০০ মণ গম পুড়ে গেছে। এর বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত কৃষক, স্থানীয় বাসিন্দা ও ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, জমির গম কাটা শেষ হওয়ায় জমি পরিষ্কারের জন্য ঘটনার দিন দুপুরে ওই এলাকার আয়নাল নামে এক কৃষক ও তার স্ত্রী তাদের জমির গমের নাড়া (গমের গোড়ার অংশগুলো) পোড়ানোর জন্য জমিতে আগুন দেন। কিছু সময় পরেই সেই আগুন নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিগুলোর পাকা গম ক্ষেতে ধরে যায়। ওই সময় অন্যান্য জমির কৃষকরাও মাঠে ছিলেন না। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং গম পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষক জমসেদ, আমজাদ, জিলহাজসহ আরো অনেকে জানান, এক বিঘা জমিতে প্রায় ১৫ মণ গম উৎপাদন হয়। সে ক্ষেত্রে ৫-৬ বিঘা জমির আনুমানিক ১০০ মণ গম পুড়ে গেছে। যার মূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা। দুই-এক দিনের মধ্যেই গম কেটে ঘরে তোলার প্রস্তুতি চলছিল। গম বিক্রির টাকায় ঋণ শোধের পাশাপাশি সংসার খরচ মিটতো। কিন্তু আরেকজন কৃষকের অবহেলায় সব ইচ্ছাই শেষ হয়ে গেল। তারা আরো বলেন, যেহেতু একটা দূর্ঘটনা ঘটেই গেছে এখন তো কিছু করার নাই। তাই গ্রাম্য শালিশের মাধ্যমে বসে বিষয়টি সমাধানের চেস্টা চলছে। দয়ারামপুর ফায়ার স্টেশনের লিডার নুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামীতে প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *