
গণসংযোগকালে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পলককে ঘিরে ধরে তার পক্ষে কাজ করার কথা জানান। তারা বলেন, একসময়ের সন্ত্রাসের দূর্গম এ জনপদে এখন শান্তি ও স্বাচ্ছন্য। পলকের রাজনৈতিক দূরদর্শিতায় পিছিয়ে পড়া সুকাশ ইউনিয়নবাসী শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার সুফল ভোগ করছে।
বিভিন্ন স্থানে অনির্ধারিত পথসভায় পলক আরো সুন্দর সিংড়া উপহার দিতে ভোটারদের মুল্যবান ভোটটি নৌকার পক্ষে চান। পলক বলেন, নৌকায় ভোট দিয়ে বাংলার মানুষ স্বাধীনতা পেয়েছে। এবারের সংগ্রাম অর্থনৈতিক মুক্তির। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে বিপুল ভোটে আওয়ামী লীগ প্রার্থীরা জয়যুক্ত হয়ে অর্থনৈতিক মুক্তির পথে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
সুকাশবাসীর নিকট পলক জানতে চান, তাদের কথা ভেবেছে কোন সরকার। তারা একবাক্যে বর্তমান সরকারের কথা বলে পলকের প্রতি তাদের আস্থার কথা জানিয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার অঙ্গীকার করেন।



