
নাটোরের চলনবিল থেকে একটি বিরল প্রজাতির মদনটাক নামের একটি বিরল প্রজাতির পাখি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার একদিলতোলা গ্রাম থেকে পাখিটিকে উদ্ধার করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনসহ পরিবেশবাদী সংগঠনের সদস্যরা। এসময় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সংগঠনের সদস্য শারফুল ইসলাম খোকন, আবু বকর সিদ্দিক ও জুয়েল রানা উপস্থিত ছিলেন। পরে পাখিটিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন পরিবেশ কর্মীরা।


সিংড়ার ইউএনও মাহমুদা খাতুন বলেন, চলনবিল একটা জীববৈচিত্র্যের ভান্ডার। এই বিলে শীতকালে পাখ-পাখালির মেলা বসে। এটা খুবই নান্দনিক। এই বিলে জীববৈচিত্র্য রক্ষা কমিটির যে সংগঠন রয়েছে তাদের নিয়ে প্রশাসন সব সময়ই পাখি ও জীববৈচিত্র্য রক্ষা কাজ করছে।



